728x90 AdSpace

  • Latest News

    Powered by Blogger.
    Saturday, December 22, 2018

    প্রিয় নবীজি (স:) দরবারে একটি গাছ আগমনের অবিস্মরণীয় ঘটনা

    মদীনার বুকে একজন জনসন্মুখ্যে, প্রিয় নবীজি
    হুজুর পাক (স.) কে অপদস্থ করার এক কু বাসনা নিয়ে,
    নবীজির কাছে এসে বললেন, ‘হে মুহাম্মদ, তুমি
    দাবী করেছো, তুমি মহান আল্লাহর পক্ষ থেকে
    প্রেরিত নবী, এবং তোমার কাছে নাকি আল্লাহর
    পক্ষ থেকে ওহী ( আল্লাহর বাণী) আসে। তুমি
    যদি তোমার দাবীতে সত্য হও, তাহলে এমন কিছু
    করে দেখাও যা সাধারণ কারো পক্ষে সম্ভব না।’
    এই কথা শুনে তখন নবীজি (স.) বললেন, ঠিক
    আছে কি দেখতে চাও তুমি-ই বল। তখন সেই
    ইহুদী দুরের একটা গাছ কে দেখিয়ে বললো,
    দেখি এক মুহুর্তে কোন হাতের স্পর্স ছাডা
    গাছটিকে এইখানে হাজির করে দেখাও তো। তখন
    নবীজি (স.) মুচকি হেসে বললেন,আমি কোন
    কিছুই বলবো না, তুমি-ই সেই গাছটির কাছে গিয়ে
    এতটুকু বল যে,আল্লাহর প্রেরিত রাসুল (স.)
    তোমাকে ডাকছেন।
    কথামত সেই ইহুদী,তার মনের সেই কুবাসনা পূর্ণ
    হওয়ার আশা নিয়ে নিশ্চিন্ত মনে,গাছটির কাছে গিয়ে
    বললো, তোমাকে আল্লাহর প্রেরিত রাসুল (স.)
    ডাকছেন। ইহুদী এই কথাটি বলার সাথে সাথেই,গাছটি
    কম্পন করতে আরম্ভ করে দিলো, এবং মাটির সাথে
    সম্পূর্ণ সম্পর্ক বিচ্ছেদ করে,লাফিয়ে লাফিয়ে
    নবীজির (স.) সামনে উপস্থিত হয়ে বললেন,
    আসলাতু আসসালামু আলাইকা ইয়া রাসুলাল্লাহ। গাছের এই
    অবস্থা দেখে সেই ইহুদী অবাক হয়ে আবার
    বললো, দেখি গাছটিকে আবার তার সেই আগের
    জায়গায় প্রতিস্থাপন করে দেখান।
    তখন নবীজি (স.) গাছটিকে বললেন, যাও তুমি
    তোমার নিজের স্থানে ফিরে যাও। সাথে সাথে
    গাছটি আবার তার পূর্বের স্থানে ফিরে গেলো।
    নবীজির এই অলৌকিক মোজেজা দেখে ইহুদী
    লোকটি সাথে সাথে উচ্চস্বরে কলিমা পড়ে
    মুসলমান হয়ে গেলো। এবং পরে তার পরিবার কে
    ও মুসলমান করালো। আবু দাউদ- নুজহাতুল মাজালিছ-
    হুজ্জাতুল্লাহে আলাল আলামিন- ৪৫৮ পৃষ্ঠা)

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: প্রিয় নবীজি (স:) দরবারে একটি গাছ আগমনের অবিস্মরণীয় ঘটনা Rating: 5 Reviewed By: Md Ariful Islam
    Scroll to Top